কিছুদিন আগেই শুধু মাত্র জিম্বাবুয়ে সিরিজরের জন্য দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল গ্যাভিন প্রিন্স নিয়োগ দিয়েছিলো বিসিবি। সে সিরিজে বেশ ভালোই করেছে ব্যাটাররা। অস্ট্রেলিয়া সিরিজে প্রিন্সকে না পেলেও তাকে পাওয়া যাবে নিউজিল্যান্ড সফরে। আনুষ্ঠানিক ভাবে এক ইমেল বার্তায় বিসিবি গণমাধ্যমে জানিয়েছে এখন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সব সিরিজেই তাকে পাওয়া যাবে ব্যাটিং কোচ হিসেবে, এর কারণ তার সাথে বিসিবি চুক্তির মেয়াদ বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করেছে।
এ বিষয়ে আকরাম গণমাধ্যমে বলেন, পুরোদমে দায়িত্ব নিতে আগামী সপ্তাহে প্রিন্স আসছে বাংলাদেশে। শুরুতেই এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির পরিকল্পনা থাকলেও বিসিবির সাথে তার চুক্তি হতে যাচ্ছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।।
তিনি আরও বলেন, প্রিন্স সামনের সপ্তাহে বাংলাদেশে আসবে। আমরা ওর সাথে ১ বছরের চুক্তিতে আগ্রহী। ২০২২ সাল পর্যন্ত প্রিন্সকে রাখার পরিকল্পনা আছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান আকরাম খান।