১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

২০২৮ অলিম্পিকে থাকছে ক্রিকেটও!

Advertisement

বিশ্বের সবচাইতে ক্রীড়ার আসরে সব ধরনের খেলা থাকলেও নেই শুধু ক্রিকেট। বেশ কিছুদিন হলো অলিম্পিকের আসরে ক্রিকেট যুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছিলো আইসিসি। তবে এবার যে করেই হোক ২০২৮ অলিম্পিকে ক্রিকেট যুক্ত করার বিষয়টি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টায় এবার আদা-জল খেয়ে নামবে আইসিসি। সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

আইসিসি বলছে এই বিষয়ে আমরা বেশ এগিয়েছি। আইসিসির প্রথমিক লক্ষ্য হলো ২০২৮ সালের অলিম্পিককে যে করেই হোক ক্রিকেটকে অন্তভুক্ত করা। এ বিষয়ে আইসিসি বলছে, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিশাল ক্রমবর্ধমান ভক্তগোষ্ঠীই আইসিসিকে ভাবিয়েছে এ বিষয় নিয়ে। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, অলিম্পিকে ক্রিকেট অন্তভূক্ত করলে ক্রিকেট ও অলিম্পিক দুই পক্ষই লাভবান হবে।

১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ও শেষবারের মত অংশ নিয়েছিলো ক্রিকেট। সেবার ব্যাট বল হাতে মাঠে নেমেছিলো গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। ২০২৮ সালের অলিম্পিকে জায়গা করে নিয়ে ১২৮ বছরের আক্ষেপ কাটাতে চায় আইসিসি। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে ক্রিকেট যা অলিম্পিকের দরজা খুলতে কিছুটা হলেও সহযোগিতা করবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement