টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্তসূচিতে বাংলাদেশ। জিম্বাবুয়ে থেকে এসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাঠে নেমে পড়েছে টাইগাররা। অজিদের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই বাংলায় পাঁ রাখবে নিউজিল্যান্ড। এ মাসের ২৪ তারিখে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। অজিদের মতই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে তারা আর সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। এমন খবরই গণমাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।
পহেলা সেপ্টেম্বর থেকে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। তিন তারিখে দ্বিতীয়, ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১০ সেপ্টেম্বর।