১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

২৪ ঘন্টায় সারাবিশ্বে মৃত্যু আরও ১০ হাজারের অধিক, যুক্তরাষ্ট্রে শনাক্ত লক্ষাধিক

Advertisement

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি। সেই সাথে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ১২ হাজার।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। আবার ইন্দোনেশিয়া দৈনিক মৃত্যুতে শীর্ষে। তারপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তাতে বিশ্বব্যাপী মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ২ লাখেরও অধিক। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ ৫৮ হাজার।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯ হাজার ৮৩৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বৃদ্ধি পেয়েছে ২ হাজার ২০০’র অধিক। তাতে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৫৮ হাজার ৩৫২ জনে।
তাছাড়াও একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১২ হাজার ২ জন। এ থেকে স্পষ্ট বুঝা যায় আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক লাফে বেড়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ২ লাখ ৩১ হাজার ৭০৪ জনে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৮১ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার ৬১১ জন করোনায় আক্রান্ত ও ৬ লাখ ৩০ হাজার ৪৯৩ জন মারা গেছেন।
আবার গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। একই সময়ে দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৯০০ জন। তাছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৯৬ হাজার ৭০০ জন ও মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৮৮৯ জনের।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এমনকি দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৩৮ জন ও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৭২ জন। আবার মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৭৩ জন ও মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৫৯৭ জনের।

করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৬৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন ও মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৯ জন।
এখন পর্যন্ত ফ্রান্সে ৬১ লাখ ৭৮ হাজার ৬৩২ জন, যুক্তরাজ্যে ৫৯ লাখ ২৩ হাজার ৮২০ জন, রাশিয়ায় ৬৩ লাখ ৩৪ হাজার ১৯৫ জন, তুরস্কে ৫৭ লাখ ৯৫ হাজার ৬৬৫ জন, ইতালিতে ৪৩ লাখ ৬৩ হাজার ৩৭৪ জন, জার্মানিতে ৩৭ লাখ ৮২ হাজার ৩২৬ জন, এবং স্পেনে ৪৫ লাখ ২৩ হাজার ৩১০ জন, মেক্সিকোতে ২৮ লাখ ৬১ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আবার করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১১ হাজার ৯৯৩ জন, যুক্তরাজ্যে ১ লাখ ২৯ হাজার ৮৮১ জন, রাশিয়ায় এক লাখ ৬০ হাজার ৯২৫ জন, ইতালিতে ১ লাখ ২৮ হাজার ১১৫ জন, তুরস্কে ৫১ হাজার ৬৪৫ জন, স্পেনে ৮১ হাজার ৭৭৩ জন, মেক্সিকোতে ২ লাখ ৪১ হাজার ২৭৯ এবং জার্মানিতে ৯২ হাজার ২০৮ জন জন মারা গেছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement