ধর্ষনের দায়ে গ্রেফতার হয়েছেন চাইনিজ-কানাডিয়ান পপ স্টার ক্রিস। বেইজিংয়ে স্থানিয় পুলিশ কর্মকর্তা সে দেশের গণমাধ্যমে জানিয়েছে অনলাইনে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে এই তথ্য উতঘাটন করেন তারা। বিখ্যাত এই পপস্টার এক যুবতীর সাথে যৌন সম্পর্ক গড়ে তুলে পরে প্রতারণা করেন। এক নারী মদ্যপ অবস্থায় লাঞ্ছিত হন এই পপ তারকার কাছে এমটাই অভিযোগ করেন সেই নারী।
ক্রিস উ শুধু চীন নয় পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রসারিত ঘরানা কোরিয়ান পপ তারকা। তবে ্তএসব অভিযোগ তিনি স্বীকার করেননি। এই তারকার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন ১৯ বছর বয়সী এক তরুনী ডুমেইঝু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ১৭ বছর বয়সে তার সাথে ক্রিস উয়ের দেখা হয়। এবং একদিন তাকে একটি ঘরোয়া পার্টিতে আমন্ত্রন জানিয়ে জোড় করে মদ খাওয়ানো হয় এবং তার ঘুম ভাঙ্গে পরেরদিন সকালে।
মেইঝু আরও জানান, এখন পর্যন্ত সব মিলিয়ে ৭ জন নারী তাকে বলেছেন বিভিন্ন কথা বলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছে ক্রিস। তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা প্রাপ্তবয়স্ক নয়।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪ জন নারী ক্রিস উ’র এমন আচরনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।