কুমিল্লার চান্দিনায় বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত হন। এ সময় গুরুতর আহত হন ৩ জন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক-সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। আহত তিনজনের মধ্যে হাসপাতালে মারা যান আরও একজন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এএসআই শহিদুল জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা গুরুতর।