টোকিও অলিম্পিকের হকিতে শিরোপা জিতেছে ভারত। ৪১ বছর পর অলিম্পিকের কোন আসরে হকিতে পদক পেলো ভারত। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে জার্মানদের ৫-৪ গোলে হারিয়ে পদকের মুখ দেখে ভারত। ।
জাপানে ম্যাচের প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়েছিলো ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টারে সিমরানজিৎ গোল করলে ম্যাচে ফেরে ভারত। পরে আবারও এগিয়ে যায় জার্মানি। ব্যাক টু ব্যাক দুই গোল করে এগিয়ে যায় তারা। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্ণার থেকে স্কোর করে আবারও ম্যাচে ফেরে ভারত। রূপিন্দর পাল সিংয়ের স্কোরে লড়াই জমায় ভারত। পরে ম্যাচের শেষ মূহুর্তে গোল শোধ করলেও ম্যাচ বাঁচাতে পারেনি জার্মানি। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয়ে ব্রোঞ্জ জেতে ভারত। আর এর ফলেই ১৯৮০ সালের পর হকিতে পদক জিতলো ভারত।