কারাবাও কাপে বিশাল জয় পেয়েছে আর্সেনাল অবামেয়াংয়ের হ্যাটট্রিকে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের বিপক্ষে ৬-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে গানাররা। প্রতিপক্ষের মাঠে ১৭ মিনিটে পিয়েরে এমরিক অবামেয়াংয়ের স্কোরে এগিয়ে যায় আর্সেনাল। ৪৫ মিনিটে অবামেয়াং নিজের দ্বিতীয় আর ইনজুরি সময়ে নিকোলাস পেপে প্রথম গোল করলে ৩-০র লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে গানাররা।
ম্যাচের দ্বিতীয় ভাগের ৫০ মিনিটে গানারদের হয়ে চতুর্থ গোলটি করেন শাকা। ৬৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পুরন করে আরও একবার দলকে এগিয়ে নেন আবামেয়াং। ৬৯ মিনিটে সাবটিটিউট হিসেবে মাঠে নেমে স্কোর করলে ৬-০ গোলের বড় জয় পায় আর্সেনাল।