বাংলাদেশের অ্যাথলেটরা কখনোই অলিম্পিকে পদক জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামেন না তবে তাদের মনে প্রত্যাশা থাকে নিজের সেরাটা যেন দিতে পারেন। অলিম্পিক সাঁতারেও এমন কথা মাথায় রেখেই পুলে নেমেছিলেন আরিফুল। তিনি জানেন পদক পাবেন না কিন্তু নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে, সেটাই করেছের বিকেএসপির এই সাবেক ছাত্র।
৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের সেরা পারফরমেন্সটাই করেছেন তিনি। আগে তার টাইমিং ছিলো ২৪.৯২ সেকেন্ড। টোকিও অলিম্পিকে করলেন ২৪.৮১। হিটে আরিফুল হয়েছিলেন ৮ জনের মধ্যে তৃতীয়।
মোট ৭৬ জন সুইমারের মধ্যে তিনি হয়েছেন ৫৬ তম। তবে মনের ভিতরে দুঃখ রয়েছে বোঝা গেলো আরিফুলের সাথে কথা বলে, কে স্পোর্টসকে তিনি স্পস্ট করে মনের কথা না বললেও শুধু বললেন ৭৬ জনের মধ্যে আমি ৫৬ তম হয়েছি ভাইয়া। হিটে তৃতীয়। আরিফুলের মন খারাপ থাকায় নতুন কিছু জানতে চাওয়া হয়নি আরিফুলের কাছে। তবে প্র্যাতাসার চাইতে প্রাপ্তি মধ্যে গড়মিল যে রয়েছে তা ফুটে উঠেছে স্পষ্ট।