গাজীপুরে রাত ৮টার পর দোকান বন্ধ রাখার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনে যোগাযোগ করা হলে বলা হয়, গণবিজ্ঞপ্তিটি সরকারি নির্দেশ। তাই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। নিজ নিজ উদ্যোগে সরকারের প্রতি সম্মান দেখিয়ে সবার আইনটি মানা উচিত। ব্যবসায়ীরা নিয়ম না মানলে সে ক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।