২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

৯ কর্মদিবস দরপতনের পর পুঁজিবাজারে বাড়ল সূচক

Advertisement

লেনদেনের শেষ দেড় ঘণ্টায় সূচক বৃদ্ধিতে বড় ধরনের দরপতন থেকে রক্ষা পেল দেশের পুঁজিবাজার। শুধু তাই নয়, টানা ৯ কর্মদিবস দরপতনের পর আজ (সোমবার) বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বেড়েছে সূচক ও লেনদেন।

গত ১২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা ৯ কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, (২৫ জুলাই) সোমবার বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়, যা অব্যাহত ছিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

এরপর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার কিনে মার্কেট সাপোর্ট দেওয়া শুরু করে। আইসিবি শেয়ার কেনার প্রবণতা বাড়ায় লেনদেনের শেষ দেড় ঘণ্টায় সূচক বাড়ে। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, এদিন ওষুধ ও রাসায়নিক খাতের পাশাপাশি প্রকৌশল খাতের শেয়ারের দাম বাড়ায় ঘুরে দাঁড়িয়েছে ‍পুঁজিবাজার।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, সোমবার ১৯ কোটি ২ লাখ ৫২ হাজার ৫০৬টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে মোট লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে।

এ দিন ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, কেডিএস এক্সেসরিজ, মতিন স্পিনিং, তিতাস গ্যাস, সোনালি পেপার, এইচআর টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক, ফরচুন সুজ ও রবি আজিয়াটা লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২২৯ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৯ টাকার শেয়ার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement