২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

অলিম্পিয়াডে আবার জয়ের ধারায় ফিরল বাংলাদেশ

Advertisement

দাবা অলিম্পিয়াডে আবার জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ ওপেন বিভাগ। গতকাল মঙ্গলবার আলবেনিয়াকে হারিয়েছে বাংলাদেশ।

ভারতের তামিলনাড়ুরাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে চলমান ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৫৪ সিডেড আলবেনিয়াকে ৩.৫-০৫ গেম পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) যথাক্রমে আলবেনিয়ার আন্তর্জাতিক মাস্টার পেসকো লাম্বি (রেটিং-২৪১৮), আন্তর্জাতিক মাস্টার আশিকু ফ্রাঙ্ক (রেটিং-২৪২২) ও ভেলেসনা জিনোকে (রেটিং-২২৬৩) পরাজিত করেন।

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) আলবেনিয়ার আন্তর্জাতিক মাস্টার মেহমেতি দ্রিতানের (রেটিং-২৩৭১) সাথে ড্র করেন। ওপেন বিভাগে বাংলাদেশ দল পাঁচ খেলায় সাত পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে রয়েছে।

অপর দিকে নারী বিভাগে বাংলাদেশের মহিলা দল এ রাউন্ডের খেলায় ৪-০ গেম পয়েন্টে জ্যামাইকাকে পরাজিত করে। মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দলের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭), মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ও উম্মে তাসলিাম প্রতিভা তালকুদার (রেটিং-১৭৬৯) যথাক্রমে জ্যামাইকার মহিলা আন্তর্জাতিক মাস্টার মিলার রাচেল (রেটিং-১৯৬১). মহিলা ক্যান্ডিডেট মাস্টার ক্লাকি আদানি (রেটিং-১৮১২) কুরউইন নিকাইলা (রেটিং-১১৪৯৯) ও ওয়াটসন গ্যাব্রিয়েলাকে (রেটিং-১১৬৪) পরাজিত করেন।

মহিলা দল ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫৮তম স্থানে রয়েছে। আজ বুধবার ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ ডেনমার্কের বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ইরানের মহিলা দলের বিরুদ্ধে খেলবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement