১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

কম খরচে গাড়ি তৈরি করতে যাচ্ছে ‘আকাশবাড়ী অটোমোবাইলস’

Advertisement

প্রযুক্তির উৎকর্ষ সাধনের নতুন মাত্রা ইলেকট্রিক অটোমোবাইলসে যুক্ত হচ্ছে আকাশবাড়ী অটোমোবাইলস। ইতিমধ্যেই চায়না লোংসিদা কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

চায়না লোংসিদা কোম্পানি লিমিটেড ছোট আকারের ও চমৎকার ডিজাইনের ইলেকট্রিক প্রাইভেটকার, ইজি বাইক, পিকআপ, ভ্যান ইত্যাদি তৈরি করে। এবার তাদের সঙ্গে যুক্ত হয়ে মানুষের মাঝে অল্প দামে এসব গাড়ি সারাদেশে ছড়িয়ে দেবে আকাশবাড়ী অটোমোবাইলস।

আকাশবাড়ী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম মিল্কি বলেন, আমরা চাইনিজ অটোমোবাইল কোম্পানি চায়না লোংসিদা লিমিটেডের বাংলাদেশি অংশকে অধিগ্রহণ করেছি। যার মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রনিক প্রাইভেট কার, পিকআপ, কাভারভ্যান তৈরি করা যাবে। আকাশবাড়ী অটোমোবাইলস গত তিন বছর ধরে বাংলাদেশে বিজনেস করছে। গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫৬ হাজার বর্গফুটের একটি কারখানায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কোম্পানির মাধ্যমে আমরা সরাসরি গাড়ি উৎপাদন করবো।

বাংলাদেশের টপ-টেন অটোমোবাইলস কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে আপনাদের জায়গা ধরে রাখবেন? এমন প্রশ্নের জবাবে মিল্কি বলেন, আমরা যে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি তারা গত ৭ বছর ধরে বাংলাদেশে বিজনেস করছে। তাদের কোয়ালিটি কোয়ানটিটি দুটাই ভালো। তারা খুব সুনামের সঙ্গে ব্যবসা করছে এবং বাজারে তাদের পণ্যের খুব চাহিদা রয়েছে। আশা করছি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আমরা ভালো কোয়ালিটির পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারব।

কার্যক্রম চালু নিয়ে মিল্কি বলেন, আমরা আশা করছি আ আরও বড় পরিসরে এটিকে ছড়িয়ে দিতে পারব। আমরা বর্তমানে ১ লাখ ২৫ টাকায় ব্র্যান্ড নিউ ১ টনের ব্যাটারিচালিত ইলেক্ট্রিক কভার ভ্যান আকাশবাড়ী অটোমোবাইলসের নিজস্ব কারখানায় সংযোজিত করেছি । যা সম্পূর্ণ ইম্পোর্টেড কাঁচামালে তৈরি।

তৌহিদুল আলম মিল্কি বাংলাদেশের জনপ্রিয় ও বাংলাদেশের অন্যতম শীর্ষ ট্রাভেলস এজেন্সি আকাশবাড়ী হলিডেজের কর্ণধার । যা ভ্রমণ সেবায় বাংলাদেশের সেরা ট্রাভেলস এজেন্সির মধ্যে শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ভ্রমণ পিপাসু মানুষেরও আস্থার স্থান দখল করে নিয়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় দুই লাখ মানুষকে ভ্রমণবিষয়ক সহযোগিতা করেছি। এটাই আমাদের বড় অর্জন। কারণ আমরা দুই লাখ মানুষের বিশ্বাসের জায়গায় ছিলাম বলেই তারা আমাদের মাধ্যমে দেশের বাইরে ভ্রমণ করেছেন। আশা করছি আগামী ৫ বছরের মধ্যে আমরা ১০ লাখ মানুষকে ভ্রমণ করাতে পারব। আমাদের লন্ডন এবং আমেরিকায় দুটি অফিস রয়েছে। যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো দেশে গ্রাহক সেবা দিতে পারব।

বাংলাদেশের সেরা জায়গাটি দখল করে নেওয়ার সক্ষমতা কীভাবে অর্জন করেছেন? এমন প্রশ্নের জবাবে তৌহিদুল আলম মিল্কি বলেন, বাংলাদেশের মানুষ ট্রাভেল এজেন্সি বলতে যা বুঝে আমরা প্রথমে সেই চিন্তা চেতনা থেকে বের হয়ে এসেছি। একজন মানুষের ভ্রমণকে সহজতর করতে তাদের যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত যত পলিসি আছে সবগুলোর দায়িত্ব আমরা নিয়ে থাকি। যাতে করে কোন ধরনের ভোগান্তিতে তাদের পড়তে না হয়। এজন্য আমাদের এমন সার্ভিসে গ্রাহক সন্তুষ্ট। আমরা শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, কর্পোরেট ট্যুর থেকে শুরু করে সকল ধরনের ভ্রমণে সার্ভিস দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা শুধু দেশের বাইরে নয়, দেশের ভেতরেও কার্যক্রম পরিচালনা করে আসছি। কক্সবাজার, সাজেক, সুন্দরবনসহ সব জায়গায় আমরা ভ্রমণ পিপাসুদের ভ্রমণের কার্যক্রম পরিচালনা করছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আকাশবাড়ী হলিডেজ দিচ্ছে মালদ্বীপ ভ্রমণের বিশাল সুযোগ। ৩ রাত ৪ দিন মাত্র ৪৯ হাজার ৯০০ টাকায় আমরা একজন গ্রাহককে ভ্রমণ করাবো। যেটা ১২ জুলাই বাংলাদেশ থেকে রওনা হবে আর রিটার্ন ১৫ জুলাই। এই সুবর্ণ সুযোগের জন্য ১২ জুনের আগে বুকিং সম্পন্ন করতে হবে । এই প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে ডাইরেক্ট ফ্লাইট , বিচ হোটেল, ব্রেকফাস্ট, ট্রান্সফার, গাইড । যাওয়ার জন্য কোন ভিসা লাগবে না, করোনা টেস্ট লাগবে না। বুকিং দেবেন আর যাবেন ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement