২৮ মার্চ, ২০২৪, বৃহস্পতিবার

আগাম জাতের তরমুজ চাষে চার কৃষকের চমক!

Advertisement

মেঘনা পাড়ের মাঠজুড়ে সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে অসংখ্য তরমুজ। এটি গ্রীষ্মকালীন ফল হলেও এই শীতে আগাম জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চারজন চাষি।

চাষিরা জানান, কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ চাষ করেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে খুব ভালো। একেকটি তরমুজের ওজন ৪ থেকে ৫ কেজি। বাজারে ভালো দাম পাওয়ারও আশা করছেন তারা। আগাম জাতের তরমুজ চাষ বিষয়ে জানতে, তাদের কাছে প্রতিদিনই ভিড় করছে এলাকার আগ্রহী চাষিরা।

চাষিদের দাবি, ছোট থেকেই দেখছি, এ জমিগুলোতে কোনো ফসল হয় না। আমরা নিজেদের পদ্ধতিতে আমরা কাজ করছি, আমরা এখানে চাষ করে নতুনভাবে উদ্ভাবন করছি। আশা করি, যে ফলন এসেছে, এতে কিছুটা লাভবান আমরা হতে পারবো।

আগাম তরমুজ চাষে সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ।

ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, প্রথমবারের মতো এখানে অসময়ে তরমুজ চাষ হয়েছে। কৃষকরা লাভের আশা করছেন।

আগাম তরমুজের চাষ বাড়লে সারাবছরই তরমুজের চাহিদা পূরণ হবে বলে মনে করছেন চাষিরা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement