২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

আজ কানাডার সাথে জিতলেই শেষ ষোল নিশ্চিত মরক্কোর

Advertisement

দোহার আল থুমামা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার মাঠে নামবে কানাডা ও মরক্কো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ম্যাচটি মরক্কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জিতলেই নিশ্চিত হবে নকআউট পর্ব।

কানাডার বিপক্ষে ড্র করতে পারলেও প্রথম পর্ব উতরে যেতে পারবে আফ্রিকার দেশটি, সেক্ষেত্রে অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয়-পরাজয়ের দিকে। দুই ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র মরক্কোর, পয়েন্ট ৪।

অন্যদিকে, কানাডার অবস্থা খুবই বাজে। কাতার বিশ্বকাপে এখনো তারা কোনো জয়ের দেখা পায়নি। নিজেদের প্রথম দুই ম্যাচে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাই এবার মান রক্ষার্থে হলেও শেষটা রাঙাতে চান দেশটির খেলোয়াড়রা।

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছে কানাডা। সেই ধারাবাহিকতায় এবার তারা প্রথম জয়ের স্বাদ নিতে চাইবে। অন্যদিকে, মরক্কো তাদের সবশেষ ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের ফেভারিট দলগুলোর একটি বেলজিয়ামকে।

বিশ্বকাপে এর আগে কখনো মুখোমুখি হয়নি কানাডা-মরক্কো। তাই এক প্রকার অপরিচিত এক প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে উভয় দলকে। তবে তিনটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। দুটি জিতেছে মরক্কো, অন্যটি ড্র।

৩৬ বছর পর এবার বিশ্বকাপে ফিরেছে কানাডা। তবে এখনো বৈশ্বিক আসরে কোনো ম্যাচ জিততে পারেনি। মরক্কোর বিপক্ষে আজ প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা। অন্যদিকে, আফ্রিকার প্রথম দেশ হিসেবে ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল মরক্কো। এবার তাদের সামনে দ্বিতীয় সুযোগ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement