২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

আমাদের বোলারদের ভালো বলেও লিটন মেরে দিচ্ছিল : রাহুল

Advertisement

টি-২০ বিশ্বকাপের নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ভারতের কাছে ৫ রান হেরেছে বাংলাদেশ দল। অ্যাডিলেডে বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৮৫ রান ৯ ওভারে। তবে তার আগে ভারতকে দারুণ শঙ্কাতেই ফেলে দিয়েছিলেন ওপেনার লিটন দাস। যেভাবে শুরু করেছিলেন ইনিংসটা তাতে ভারতের রীতিমতো ত্রাহি মধুসূদন দশা হয়ে গিয়েছিল, কোনো পরিকল্পনাই কাজে লাগছিল না বলে জানালেন দলটির ওপেনার লোকেশ রাহুল।

ম্যাচ শেষে সংবাদসম্মেলনে কথা বলতে গিয়ে ভারতীয় এই ওপেনার বলেন, ‘প্রথম ৬ ওভারে আমাদের পরিকল্পনার কিছুই কাজে লাগছিল না। আমার মনে হয়, লিটন দাস ভিন্ন রকমের এক ইনিংস খেলেছে। এই ধরনের ইনিংস বোলিং ও ফিল্ডিংকে ভীষণ চাপে ফেলে দেয়। সে একদম যথাযথ ক্রিকেট শট খেলছিল। আমাদের বোলারদের ভালো বলেও সে মেরে দিচ্ছিল। এই ইনিংস আমাদের চাপে ফেলে দিয়েছিল।’

লিটন এমন ইনিংস খেলার পরেও ভারতীয় দল নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল। রাহুল জানালেন পাওয়ারপ্লের পর ভারত খেলায় ফিরতে পারবে এমন বিশ্বাস ছিল দলের সবার।

রাহুল বলেন, ‘আমরা নিজেদের উপর আস্থা রাখছিলাম যে পাওয়ার প্লের পর খেলায় ফিরতে পারব। পাওয়ারপ্লের পরে (সপ্তম ওভারে) অক্ষর (পাটেল) এসে এক ওভার ভালোও করেছিল। বৃষ্টি না এলেও তাদের উপর আমরা হয়তো নিয়ন্ত্রণ নিয়ে আসতাম।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement