২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

ইউটিউব তারকা বিড়াল!

Advertisement

বিড়াল ছানারও হাজার হাজার ভক্ত! ভাবা যায়। হ্যাঁ ঠিকই শুনছেন। জাপানে মিনারা নামক এক বছরের বিড়াল ছানা এখন ইউটিউবের নয়া তারকা। তার সাবস্ক্রাইবারের সংখ্যা ইতিমধ্যেই ৮৫,০০০ ছাড়িয়েছে। টুইটার আর ইনস্টাগ্রামেও তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। কী এমন করল সে যে রাতারাতি তার জনপ্রিয়তা তুঙ্গে?

সম্প্রতি মিনারার মালিক নেটমাধ্যেমে কয়েকটি ছবি পোস্ট করেছেন, সেখানে ছোট্ট বিড়াল ছানার পায়ে জুতো জোড়া দেখে সবাই মুগ্ধ। মিনারার ঝরে যাওয়া লোম দিয়ে সেই জাপানি মহিলা চটি বানিয়েছেন। শুধু তাই নয়, চটিতে আবার মিনারার ছবিও বসানো রয়েছে। সেই জুতো পরে আনন্দে আত্মহারা মিনারা।

একটি ছবিতে দেখা যাচ্ছে, মানুষের এক জোড়া জুতোর পাশে মিনারার জুতো রাখা। এত ছোট জুতো কী ভাবে বানালেন জাপানি মহিলা সেই হদিশও রয়েছে তার নেটমাধ্যমের ভিডিয়োতে। সেখানেই থামেননি মহিলা, নিজের পোষ্যের জুতো জোড়া রাখার জন্য আলাদা বাক্সেরও ব্যবস্থা করেছেন তিনি। বেশ কিছু ছবিতে ছোট্ট মিনারাকে পড়াশোনাও করতে দেখা গিয়েছে। পোষ্যের প্রতি এত যত্ন দেখে আপ্লুত মিনারার ভক্তমহল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement