২০ এপ্রিল, ২০২৪, শনিবার

১ নভেম্বর থেকে ঢাকা-কায়রো রুটে উড়বে ইজিপ্ট এয়ার

Advertisement

মিশরের সরকারি মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা ইজিপ্ট এয়ার এ বছরের ১ নভেম্বর থেকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিল। এয়ারলাইন্সটি প্রাথমিকভাবে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে । 

এয়ারলাইন্সটি আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদদ সম্মেলন করে অনুষ্ঠানিকভাবে ফ্লাইট চালুর ঘোষণা দেয়।

বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হাইথাম গোবাসি অনুষ্ঠানে বলেন, সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আমাদের মিশর। যাত্রীদের করোনা টেস্টের জন্য কায়রোর বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব রয়েছে। তাছাড়াও সারাদেশে সবার ভ্যাকসিন দেওয়া রয়েছে। ৫০ শতাংশ অতিথি নিয়ে হোটেলগুলো পরিচালিত হচ্ছে। একজন পর্যটক খুব স্বাচ্ছন্দ্যে ইজিপ্টে ঘুরতে পারবেন।

তাছাড়াও এয়ারলাইন্সটির মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা ও কার্গো পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে। মিশরের বিশ্ববিদ্যালয়গুলাতে বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষা নেওয়ার সুযাগ পাবেন এবং পর্যটকরা মিশরের বহুমুখী পর্যটনের সুবিধা ভোগ করবেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement