২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত প্রায় ২০, আহত ৩০০

Advertisement

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় সোমবার বেশ কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো অন্তত ৩০০ জন আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায়।

জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে এসেছে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়তে দেখা গেছে।

সিয়াঞ্জুর প্রশাসনের প্রধান হারম্যান সুহেরম্যান মেট্রো টিভিকে বলেছেন, আমি বর্তমানে যে তথ্য পেয়েছি, শুধু এক হাসপাতালেই প্রায় ২০ জনের মরদেহ রয়েছে। এছাড়া অন্তত ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই ভবনগুলোর ধ্বংসাবশেষে চাপা পড়ে আহত হয়েছে।

তিনি আরো বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি। এখানে আবারও ভূমিকম্প হতে পারে বলে ভয় হচ্ছে।

বিএমকেজি প্রধান দ্বিকোরিতা কর্নাবতী ইন্দোনেশিয়ার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন, আবারও ভূমিকম্প হতে পারে। এজন্য লোকজনকে ফাঁকা স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement