২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নিতে বুধবার দেশ ছাড়ছে অ্যাথলেটরা

Advertisement

পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস এ অংশগ্রহণ করতে ৫৮ সদস্যের অ্যাথলেট টিম যাচ্ছে তুরস্ক। বুধবার থেকে কয়েক ধাপে খেলোয়াড়রা দেশ ছাড়বেন।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সলিডারিটি গেমসের চীফ দ্যা মিশন আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির সদস্য সচিব আলী আব্বাস।

চীফ দ্যা মিশন আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, দীর্ঘদিন পর সলিডারিটি গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। একটি দলগত ইভেন্টসহ ১১টি ইভেন্টে ৫৮ জন অ্যাথলেট অংশগ্রহণ করছে। বুধবার থেকে কয়েক ধাপে খেলোয়াড়রা দেশ ছাড়বে।

আলী আব্বাস বলেন, বর্তমান সরকার অ্যাথলেটিকের উন্নয়নে কাজ করছে। বিভিন্ন ডিসিপ্লিনে বিদেশী কোচ যুক্ত হয়েছেন। তাই এবার গেমসে ভালো ফলাফল আসবে।

আগামী ৯ আগস্ট তুরস্কে শুরু হচ্ছে পঞ্চম ইসলামীক সলিডারিটি গেমস। এ গেমসে অংশ নিচ্ছে প্রায় ১০ হাজার অ্যাথলেটস। বাংলাদেশ থেকে ১১ ইভেন্টে অংশ নিচ্ছে ৫৮ অ্যাথলেটস। যার মধ্যে সাঁতারে ২ জন, আর্চারিতে ১২ জন, অ্যাথলেটিকে ৩ জন, কারাতে ইভেন্টে ৪ জন, দলগত ইভেন্ট হ্যান্ডবলে ১৬ জন, টেবিল টেনিসে ৭ জন, জিমন্যাস্টিকে ৩ জন, ভার উত্তোলনে ২ জন, রেসলিংয়ে ৩ জন, শুটিং ২ জন, ফেসিংয়ে ৪ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement