১৯ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

টানা চার কর্মদিবস পর উত্থানের দেখা পেল পুঁজিবাজার

Advertisement

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ। এদিন টানা চার কর্মদিবস পর অবশেষে উত্থানের দেখা পেল দেশের পুঁজিবাজার। আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাতের শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর আগে গত সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা চারদিন দরপতন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র তথ্য মতে, আজ রোববার বাজারটিতে ৩৭৯টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৪১৫টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১১০টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।

লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৬ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩০ দশমিক ৯২ পয়েন্ট।

আজ রোববার ডিএসইতে ৬৪৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। এ বাজারে ১৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার ২০৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement