২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

উপায়’র সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চুক্তি স্বাক্ষরিত

Advertisement

উপায়’র গ্রাহকরা এখন থেকে তাদের উপায় অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুতের (প্রিপেইড) বিল পরিশোধ করতে পারবেন। উপায়’র সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে প্রায় ১২ লাখ গ্রাহক পল্লী বিদ্যুৎ গ্রাহক উপায়’র মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

উপায়’র চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোম্পানি সচিব মো. শামীম আহসান নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায়’র চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ, ইউসিবি ব্যাংকের হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ-যুগ্ম সচিব) দীপঙ্কর বিশ্বাস, নিয়ন্ত্রক (অর্থ) মো. নজমুল হক, কোম্পানি সচিব মো. শামীম আহসান, পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (অর্থ) মো. আরমান আহসান।

উল্লেখ্য, প্রিপেইড বিল দেওয়ার পাশাপাশি পল্লী বিদ্যুৎ গ্রাহকরা উপায়’র মাধ্যমে পোস্টপেইড বিলও দিতে পারবেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement