২৮ মার্চ, ২০২৪, বৃহস্পতিবার

উৎসবমুখর পরিবেশে চলছে ডিইউজের ভোট গ্রহণ

Advertisement

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ২০২২-২৩ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংগঠনটির মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন।

আজ ২৯ মার্চ জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত ১৫৭টির বেশি ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া পাঁচ জন সহকারী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল তিনটি হচ্ছে- কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এ তিন পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement