১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

ঊর্ধ্বমুখী অবস্তায় পুঁজিবাজার

Advertisement

সূচকের তেজিভাবের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় (২৫ আগস্ট) বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। গতি ফিরেছে লেনদেনে।

ডিএসইর তথ্য মতে, নতুন নিয়মে লেনদেনের দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৮৫টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৫ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৫০ কোটি ৮১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ১৯০ কোটি ৩২ লাখ ৯ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম আধা ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪৩পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ৬০৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।

সিএসইতে ১০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮টির, অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement