২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

কবিতা-জীবন যেরকম

Advertisement
উৎসর্গ:সম্রাট-সঞ্জয়

বৃষ্টি পড়ছে চল নন্দনে চা খেয়ে আসি
নিয়ন আলো আর গাছের আলো আঁধারিতে…
কত মেকি ভালোবাসা বাসি
জানিস আমিও প্রথম এই জায়গায়
হারিয়েছিলাম আমার মন
বুকের ভিতর তখন দূরপাল্লার রেলের ঝমাঝম।
মনে পড়ে?
যে ছেলেটা সারাদিন বেচতো
তার হাতে আঁকা জলছবি
কত হেসেছি তাকে নিয়ে…
বুঝিনি তখন সেও আমার মতই
এক যন্ত্রণায় কাতর কবি।
আজ বুঝি ভালো দিন কারো একভাবে যায়না
সোনার খাঁচার দিনগুলি বেশিদিন তো রয়না,
শহর আমার আজ মরীচিকাময়…
বন্ধু তুই আমি সবাই পর
চল আবার এক ভাড় চা, একটা সিগারেট
ভালোবেসে ভাগ করে খাই সম্রাট সঞ্জয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement