২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার

Advertisement

কমনওয়েলথ গেমসের পর্দা নামার চার দিন হতে চলল। ২৮ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয় এ আসর। প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের দুই বক্সার সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহকে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানিয়েছেন সুলেমান এবং নাজিরউল্লাহকে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগে নিখোঁজ হন তারা। নাসির বলেন, ‘ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট এবং যাবতীয় নথি রয়েছে।’

পাকিস্তানের পক্ষ থেকে নাকি এরই মধ্যে ইংল্যান্ডে পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে। তদন্তের জন্য পাকিস্তান অলিম্পিকস সংস্থা চারজনের দল তৈরি করেছে। এবারের কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে কোনো পদক পায়নি পাকিস্তান। অন্য খেলাগুলোতে মোট আটটি পদক পেয়েছে তারা, পেয়েছে দুটি সোনাও। ভারোত্তোলন এবং জ্যাভলিনে সোনা জিতেছে পাকিস্তান।

এর আগে শ্রীলঙ্কা দলের তিন সদস্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন কমনওয়েলথ গেমস থেকে। পরে তাদের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া গিয়েছিল বলে জানা যায়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement