২৩ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে যে নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

শনিবার ২৭ নভেম্বর সকালে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুষ্ঠানে যাওয়ার আগে আফ্রিকা ও ইউরোপের যেসব দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সেসব দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সেসময় মন্ত্রী বলেন, আফ্রিকা অঞ্চলে নতুন শনাক্ত করোনা ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক বলে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। যেসব দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে সেসব দেশের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে।

করোনার নতুন ধরন শনাক্তের পর বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে। কোয়ারেন্টাইন জোরদারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও জাপান। তাছাড়া দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement