২৫ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

করোনাকালে ভ্রমণে যা মেনে চলা জরুরি

Advertisement

সরকার ঘোশিত কঠোর বিধিনিষেধের পর আজ (১১ আগস্ট) থেকে স্বাভাবিক হয়েছে দেশের পরিস্থিতি। চলছে সব ধরনের গণপরিবহনসহ, লঞ্চ, ট্রেন। দেশে করোনাভাইরাস পরিস্থিতি এখনও কমেনি, বরং বাড়ছে। তারপরও সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব আসনে যাত্রী নিয়ে চলবে বাস, লঞ্চ ও ট্রেন। কিন্তু যত যানবাহন চলাচল করার কথা, তার অর্ধেক চলাচলা করার কথা বলা হয়েছে। বর্তমান সময়ে দেশ-বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কি ধরণের সতর্কতা নেওয়া উচিত-

১। দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে যেসব জেলা বা এলাকায় সংক্রমণের হার বেশি; সেসব জেলা বা এলাকা না যাওয়া বা এড়িয়ে চলা।

২। গণপরিবহন সহ যে কোনো পরিবহনে ভ্রমণের সময় যতটা সম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখুন।

৩। গণপরিবহনে যেহেতু সব আসনে যাত্রী বহন করা হবে, সেজন্য যাত্রীদের নিজেদেরই বিশেষ সতর্কতা নিতে হবে।

৪। ভ্রমণের সময়সহ সবসময় অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে জানানো হয়েছে, প্রয়োজনে তিন লেয়ার বিশিষ্ট মাস্ক ব্যবহার করুন। এমনকি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ২ বা ৩টি মাস্ক একসঙ্গে পরে বাইরে বের হওয়ার।

৫। আবার অনেকে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন। সেটা আসলে শতভাগ সুরক্ষা দিতে পারে না। সেজন্য ভ্রমণের সময় এন-৯৫ বা কেএন-৯৫ মাস্ক ব্যবহার করা উচিত। বাইরে থাকলে মাস্ক খুলবেন না কখনও।

৬। এ সময় বাইরের খাবার যতটা এড়িয়ে চলা যায় ততটায় ভালো। কারণ সে সময় মুখে মাস্ক থাকে না, ফলে এতে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

৭। হাত পরিষ্কার না করে কখনও চোখে, মুখে স্পর্শ করবেন না। মুখে হাত দেওয়ার অভ্যাস থাকে অনেকের। আবার গণপরিবহণ ব্যবহারের সময় যতটা সম্ভব হাতল, সিট ইত্যাদি স্পর্শ করা থেকে এড়িয়ে চলুন। ভূলঃবশত স্পর্শ করে ফেললে সাথে সাথে স্যানিটাইজার ব্যবহার করুন।

৮। যখন লঞ্চে বা ট্রেনের কেবিনে ভ্রমণ করবেন, তখন নিজস্ব একটি চাদর অথবা কাপড় বহন করতে পারেন। এ ছাড়াও আসনে ভ্রমণের ক্ষেত্রে স্যানিটাইজার স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত করে নিতে পারেন।

৯। একান্ত জরুরি প্রয়োজন ছাড়াও এই করোনাকালে বাইরে কোথাও ভ্রমণ করা উচিত নয়। এখন দেশে সংক্রমণের হার অত্যন্ত বেশি। এসময়ে বিশেষ করে ঘুরতে যাওয়ার বিষয়টি এ সময় এড়িয়ে চলুন।

১০। বিশেষজ্ঞরা টিকা গ্রহণের জন্য বারবার পরামর্শ দিচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব করোনা টিকা গ্রহণ করুন। এখন বাংলাদেশে গণ টিকা দেওয়া চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement