২০ এপ্রিল, ২০২৪, শনিবার

করোনা সংক্রমণ রুখতে পারে গাঁজা-আফিম, দাবি বিজ্ঞানীদের

Advertisement

গাঁজা এবং আফিমে এমন দুটি রাসায়নিক যৌগ রয়েছে যা করোনাভাইরাসের সংক্রমণ রুখে দিতে পারে-এমন দাবি করেছেন বিজ্ঞানীরা। আমেরিকার ওরেগন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টস’ এ এই তথ্য জানিয়েছেন তারা।

গাঁজা এবং আফিমে থাকা ওই দুটি রাসায়নিক যৌগ প্রকৃতপক্ষে দুটি অ্যাসিড। একটির নাম ক্যানাবিগেরোলিক অ্যাসিড (সিবিজিএ) এবং অন্যটি ক্যানাবিডায়োলিক অ্যাসিড (সিবিডিএ)।

গবেষকদের দাবি, ওই দু’টি যৌগ ভাইরাসের বাইরের স্তরে থাকা শুঁড়ের মতো দেখতে স্পাইক প্রোটিনের বিভিন্ন অংশকে দ্রুত বেঁধে ফেলতে পারে। ফলে মানবশরীরে ঢুকে ভাইরাস আর কোষে নোঙর ফেলতে পারে না। সংক্রমণও হয় না। খবর আনন্দবাজার পত্রিকার।

গবেষকদের একাংশ দাবি করছেন এই দুটি যৌগকে ব্যবহার করে করোনা সংক্রমণ প্রতিরোধ নতুন ওষুধ আবিষ্কার করা যেতে পারে।

ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ব্রিমেন বলেছেন, ‘আফিম, গাঁজায় যে দু’টি অ্যাসিডকে আমরা করোনা সংক্রমণ রুখে দিতে দেখেছি। দীর্ঘদিন ধরেই সেই যৌগগুলি মানুষের অন্যান্য চিকিৎসায় কাজে লাগে। তবে এই দু’টি যৌগ যে এত দ্রুত রুখে দিতে পারে করোনাভাইরাসের সংক্রমণও তা এই প্রথম জানা গেল।’

সূত্র-আনন্দবাজার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement