১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

কাঁচা আমের জিলাপি নিয়ে প্রতারণা, গুনতে হলো জরিমানা

Advertisement

রাজশাহী মহানগরীতে গত কয়েকদিন ধরে হৈ চৈ সৃষ্টি করেছে কাঁচা আমের জিলাপি। তবে এ জিলাপি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ফুড কালার ও ফ্লেভার।

এতদিনে জানা গেল সর্বত্র সাড়া ফেলে দেওয়া এই জিলাপি কাঁচা আম দিয়ে তৈরি হয় না। ফুড কালার আর ফ্লেভার ব্যবহার করে তৈরি করা হয়। এই অভিযোগে আজ ১৫ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরচালক হাসান মারুক। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। কাঁচা আমের জিলাপি তৈরি করে আলোচনায় আসা মিষ্টান্ন প্রতিষ্ঠান রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা আমের জিলাপি বললেও মূলত ফুড কালার ব্যবহার করে থাকে। অভিযানে এমন প্রতারণার সত্যতা পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement