২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

কানাডার ক্যালগেরিতে জাবি’র সাবেক শিক্ষার্থীদের পিঠা উৎসব অনুষ্ঠিত

Advertisement

কানাডার ক্যালগেরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কানাডার স্থানীয় সময় (০৪ ডিসেম্বর) রবিবার সকাল ১১টা থেকে ক্যালগেরির বিভিন্ন স্থান থেকে সাবেক ছাত্রছাত্রীরা ইষ্ট-ওয়েষ্ট কলেজ মিলনায়তনে সমাবেত হয়। সাবেক শিক্ষার্থীদের আগমনে শীতকালিন পিঠা উৎসব আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। কিছু সময়ের জন্য হলেও সাবেক শিক্ষার্থীরা ফিরে যায় তাদের নিজ ক্যাম্পাসে, নিজ ভুবনে।

সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণে পুরো অনুষ্ঠানটি ফিরে পায় প্রাণের এক অন্যরকম স্পন্দন, স্মৃতি রোমন্থন সবাইকে নিয়ে যায় তাদের নিজ ছাত্র জীবনের সেই সব দিনগুলোতে। বক্তাদের স্মৃতি রোমন্থনে উঠে আসে পুরানো সেই দিনের কথা, সেই সবুজ-ছায়ায় ঘেরা প্রিয় বিশ্ববিদ্যালয় চত্ত্বরের কথা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বায়াজিদ গালিব জানান, সত্যিই এ এক অন্যরকম অনুভূতি। সুযোগ পেলেই শৈশবে ফিরে যাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। প্রবাসে অনেক দিন পর সবাইকে একত্রিত পেয়ে খুবই ভালো লেগেছে। পরিবার পরিজন নিয়ে অন্যরকম অনুভূতি নিয়ে দিনটি পার করেছি।

সাবেক শিক্ষার্থী মির্জা আরিফা আহমেদ জানান, প্রবাসে পুরানো দিনের বন্ধুদের সাথে ফিরে গিয়েছিলাম সেই চিরচেনা সবুজে ঘেরা ক্যাম্পাসে। পরিবার পরিজন নিয়ে খুবই আনন্দ উপভোগ করেছি।

আরেক সাবেক শিক্ষার্থী নেওয়াজ খতিব আহমেদ তমাল জানান, কর্মব্যস্ততাময় প্রবাস জীবনে এ ধরনের অনুষ্ঠান, মিলনমেলা আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্পর্কে আরো সুদূঢ় করে তোলে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা আমাদের রয়েছে।

এবারের আয়োজনে অগ্রণী ভুমিকায় ছিলেন মুন্নি, জেবিন, তারেক ও তমাল। পিঠা উৎসবে নানা রকম শীতের পিঠা, খেজুর গুড়ের পায়েশসহ বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের পরিবেশন করা হয়। পরিবার পরিজন নিয়ে সবাই খাবার উপভোগ করেন।

উল্লেখ্য, পিঠা উৎসব শেষে ঘোষণা করা হয় আগামী গ্রীষ্মের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আলবার্টার কোনও এক হ্রদের ধারে পরবর্তী মিলনমেলার আয়োজন করা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement