২৩ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

কানাডায় উদীচীর লোক উৎসব ২৯ অক্টোবর

Advertisement

‘ফিরে চল মাটির টানে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ আয়োজন করছে চতুর্থ লোক উৎসবের। প্রবাসে বাংলার লোক ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন।

আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে কানাডার টরেন্টোর ড্যানিয়েলস স্পেকট্রামে। জাতীয় ও আন্তর্জাতিক সংগীত ও নৃত্যে মুখরিত সন্ধ্যায় লোক গান নিয়ে হাজির হবেন বাংলার লোকশিল্পী গুরুপ্রসাদ দেবাশীষ। কিবোর্ড ও সংগীত আয়োজনে থাকবেন জাহিদ হোসেন।

উদীচীর নিজস্ব পরিবেশনার পাশাপাশি যোগ দেবে ভারত ও ল্যাটিন আমেরিকার সংগীত দল। নৃত্য পরিবেশনায় থাকবে নৃত্যালোক ডান্স একাডেমি, আনন্দধারা, সুকন্যা নৃত্যাঙ্গন, নৃত্যকলা কেন্দ্র। আর তবলাবাদনে থাকবেন উদীচীর ক্ষুদে বন্ধুরা। সমাগত দর্শক-শ্রোতার জন্য থাকছে রকমারি খাবার ও অন্যান্য স্টল।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ টরন্টোবাসীকে স্বাগত জানিয়ে লোক উৎসবের অনুষ্ঠানমালাকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement