২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

কুমিল্লায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Advertisement

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জসিম উদ্দিন (৪৫) নামে এক পত্রিকা বিক্রেতাকে (হকার) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে পৌরসভা এলাকার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। জসিম ওই গ্রামের আবু তাহেরের ছেলে। আবুল কালাম সওদাগর (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে জসিম উদ্দিনকে হত্যার অভিযোগ উঠেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে জসিমের বাড়িতে তার স্ত্রীকে উত্ত্যক্ত করেন প্রতিবেশী কালাম। বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া দেন জসিম। এতে ক্ষিপ্ত হন কালাম। রোববার বিকেলে জসিম কেন্দ্রা গ্রামের মোড়ে গেলে সেখানে থাকা কালাম তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে জসিম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসান সমকালকে বলেন, নিহতের গায়ে আঘাতের চিহ্ন ছিল। মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী মাহমুদা বেগম অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন সময় কালাম তাকে কুপ্রস্তাব দিত। প্রভাবশালী হওয়ায় কখনো প্রতিবাদ করার সাহস পাইনি।’ 

স্বামী হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘তিন সন্তান নিয়ে কীভাবে সংসার চালাব। অকুল পাথারে পড়ে গেলাম।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement