২০ এপ্রিল, ২০২৪, শনিবার

খাদ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

Advertisement

বিদেশ থেকে খাদ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

(২৫ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্য সামগ্রী আমদানির ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় যেটা এলো, আমাদের খাদ্য আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই। সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্যের মজুত কেমন আছে, সার্বিক বিষয়ে আজ আলোচনা করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে সেটা রাশিয়া হোক বা ইউক্রেন যেখানেই হোক, সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে ইম্পোর্ট করতে পারি ডলার দিয়ে। সেটি আলোচনা হলো, ক্লিয়ার হলো আজ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খাদ্য আমদানির প্রয়োজন হলে আনতে হবে, তবে কোনো বাধা নেই।

সরকারের তরফ থেকে সস্তায় ডলার খোঁজা হচ্ছে-এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোনো আলোচনা হয়নি।

রাশিয়া থেকে জ্বালানি তেল আনার বিষয়েও আজকে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

আজকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, আলোচনা হয়েছে, যেটা জানার দরকার ছিল, সবাইকে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement