১৭ এপ্রিল, ২০২৪, বুধবার

খুলনার রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

Advertisement

খুলনার রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৭ জনের ৬ জন নদী সাঁতরে ঘাটে উঠতে পারলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

(২ অক্টোবর) রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপসা রেল ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।

ট্রলারে থাকা নিখোঁজ ব্যক্তির নাম মাহাতাব উদ্দিন। তিনি খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মুনসুর জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রলারে ৬ জন যাত্রী নিয়ে মাঝি হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা শুরুর কিছুক্ষণ পর রূপসা রেল ব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বাল্কহেড ট্রলারে সামনে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে মাঝিসহ ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলে মাহাতাব নামের এক যাত্রী উঠতে পারেননি। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে আসে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement