২০ এপ্রিল, ২০২৪, শনিবার

ঘণ্টায় ৩ হাজার ২৬৪ পুশআপের রেকর্ড

Advertisement

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রব স্টার্লিং এ পুশআপের মাধ্যমেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছেন।

শরীর ফিট রাখতে পুশআপ একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম। এটি ব্যক্তিকে চনমনে রাখতে সাহায্য করে।

৬০ বছর বয়সী স্টার্লিং এক ঘণ্টায় পুশআপ দিয়েছেন ৩ হাজার ২৬৪ বার। যদিও তার পরিকল্পনা ছিল ৩ হাজার ২০০ বার পুশআপ দেওয়ার। তিনি এটি করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য। বর্তমানে এক ঘণ্টায় বেশি পুশআপ (পুরুষ) দেওয়ার রেকর্ডের মালিক একজন অস্ট্রেলীয়। তার নাম ড্যানিয়েল স্কেলি। তিনি মোট ৩ হাজার ১৮২টি পুশআপ দিয়েছিলেন। অর্থাৎ স্কেলির চেয়ে ৮২টি বেশি পুশআপ দিয়েছেন স্টার্লিং।

স্টার্লিং বলেন, আমি অনানুষ্ঠানিকভাবে মিয়ামিতে একটি সম্মেলনে এ রেকর্ড ভেঙেছি। তাই আমি একটি আনুষ্ঠানিক উদ্যোগ নিই। লক্ষ্য ছিল ৩ হাজার ২০০ পুশআপ দেওয়ার। পরে লক্ষ্য অর্জনের পাশাপাশি সেটি গিয়ে থামে ৩ হাজার ২৬৪ পুশআপে। আমার উদ্যোগের ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে যাচাইয়ের জন্য।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement