২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, একদিনে আক্রান্ত ২৬

Advertisement

চট্টগ্রামে বেড়েই চলেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। চলতি মাসে (২৬ সেপ্টেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। আর এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন।

(২৬ সেপ্টেম্বর) সোমবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ জন। গতকাল এ সংখ্যা ছিল ১৬ জনে। এই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে পটিয়া, সীতাকুণ্ড, সাতকানিয়া ও কর্ণফুলী থানা এলাকার রোগী রয়েছে। আমরা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে মশা নিধনের বিষয়ে তাগাদা দিয়েছি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চট্টগ্রামে মোট ৪৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement