১৬ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

চাঁদপুরে ২৬ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা

Advertisement

চাঁদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। চলছে রং তুলির কাজ। বিভিন্ন প্রকার জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় বেকায়দায় পড়ছেন কারিগররা। এবারে সরস্বতী পূজা সুশৃংখলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী বাড়ানো কথা জানান পুলিশের কর্মকর্তা।

মৃৎশিল্পী কার্তিক পাল ও সুদেব পাল বলেন, হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় চাঁদপুরেও ২৬ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। চলছে মন্দিরে মন্দিরে সাজসজ্জাসহ নানা প্রস্তুতি। দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। খর-কুটো, মাটি ও বাঁশের কাজ শেষ। চলছে রং তুলির কাজ। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। প্রতিমা তৈরিতে  কারিগরের  মজুরি ও বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বেকায়দায় পড়লেও কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা।

পুজারী অনল কর্মকার ও অভি কর্মকার বলেন, সরস্বতী পূজা আসলেই চাই আমাদের নতুন জামা-কাপড়। আশীর্বাদ কামনায় মন্দিরে মন্দিরে চলে মাকে অঞ্জলি দেওয়ার  নিবেদন। ঢাক-ঢোল , কাসর আর বাদ্যযন্ত্রের তালে তালে মন্ডপগুলোতে পূজা দেখার আনন্দের জুড়ি নেই।

চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, অতীতের ন্যায় এবারও জেলার প্রতিটি মন্ডপে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে সুন্দর , সুশৃংখল ও নির্বিঘ্নে পূজা সম্পন্ন হবে। এবছর চাঁদপুর সদরসহ ৮ উপজেলায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে সহস্রাধিক মন্ডপে সরস্বতী পূজা উদযাপিত হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রশিদ বলেন, আসন্ন সরস্বতী পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহ সর্বাধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement