২৩ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার

চ্যাটজিপিটির চীনা প্রতিদ্বন্দ্বী ‘আর্নি বট’ আসছে মার্চে

Advertisement

চলতি বছরের মার্চ মাসেই চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে চীনা চ্যাটবট ‘আর্নি বট’। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত চ্যাটবট চ্যাটজিপিটি, মাইক্রোসফটের সহযোগিতায় বাজারে আসার পরই আলোড়ন ফেলেছে। এরপরই চ্যাটবট উন্মুক্ত করার ঘোষণা দেয় গুগল। চীনা প্রতিষ্ঠান বাইদুও সেই পথে হেঁটেছে।

বাইদুর পক্ষ থেকে ‘আর্নি বট’ উন্মুক্ত করার সময় সম্পর্কে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি চ্যাটবট নিয়ে তাদের বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরেছে।

প্রতিষ্ঠানটির সিইও রবিন লি জানিয়েছেন, প্রথমে বাইদু সার্চ ইঞ্জিনে আর্নি বট যুক্ত করা হবে। আগামী মার্চ মাস থেকেই সবাই প্রযুক্তিটি ব্যবহার করতে পারবে।

সিইও রবিন জানিয়েছেন, আর্নি বট ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় কন্টেন্ট তৈরি করা যাবে। এতে পারস্পরিক ক্রিয়াশীল ফিচারও যুক্ত করা হবে। যার ফলে ব্যবহারকারী এআই চালিত নতুন ল্যাংগুয়েজ মডেলের সাথে পারস্পরিক যোগাযোগ করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement