২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

জাতীয় কৃষি কাউন্সিল গঠন করল কৃষি মন্ত্রণালয়

Advertisement

জাতীয় কৃষি কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি এবং কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে সহ-সভাপতি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ প্রজ্ঞাপন জারি করা হয়।

৫৮ সদস্যের এ কাউন্সিলে ২২ জন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা রয়েছেন।

দেশের কৃষি খাত সম্পর্কে সার্বিক দিক নির্দেশনা দেবে জাতীয় কৃষি কাউন্সিল। প্রতিবছর কমপক্ষে একবার সভা হবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি নির্ধারণ করবেন। সভাপতি প্রয়োজনবোধে যেকোনো সময় জাতীয় কৃষি কাউন্সিলের বিশেষ সভা আহ্বান করতে পারবেন।

ন্যূনতম এক তৃতীয়াংশ সদস্য সমন্বয়ে জাতীয় কৃষি কাউন্সিলের সভার কোরাম পূর্ণ হবে। সভাপতি জাতীয় কৃষি কাউন্সিলের সব সভায় সভাপতিত্ব করবেন। তার অনুমতিতে সহ-সভাপতিও সভাপতিত্ব করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement