২০ এপ্রিল, ২০২৪, শনিবার

জামিনের মেয়াদ বাড়ল সম্রাটের

Advertisement

অর্থ পাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী (১১ ডিসেম্বর) পর্যন্ত বাড়িয়েছেন আদালত। মঙ্গলবার সকালে আইনজীবী এহসানুল হক শমাজি সম্রাটের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আবেদন মঞ্জুর করেন।

শুনানিকালে সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।

গত (২২ আগস্ট) একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার পাসপোর্ট জমা দিতে হবে। আর জামিনের মেয়াদ হবে মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত।

জামিন আদেশের পরে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের (৬ অক্টোবর) কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করা হয়। ওই অভিযানে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ মোট ১৩ জন গ্রেপ্তার হন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement