২০ এপ্রিল, ২০২৪, শনিবার

টানা ৩৭ জয়ের পর উইম্বলডনে হারলেন ইগা শিয়াওতেক

Advertisement

হারতে যেন ভুলেই গিয়েছিলেন ইগা শিয়াওতেক। ১৩৫ দিন পর সেই তেতো স্বাদ পেলেন তিনি। মেয়েদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকাকে সরাসরি সেটে হারিয়ে উইম্বলডনে বড় অঘটনের জন্ম দিলেন আলিজি কহনে। একই সঙ্গে চতুর্থ রাউন্ডে উঠলেন ৩৭ নম্বর খেলোয়াড়।

তৃতীয় রাউন্ডে (২ জুলাই) শনিবার পোলিশ তারকাকে ৬-৪, ৬-২ গেমে হারান ৩২ বছর বয়সী কহনে। এই হারে ২১ বছর বয়সী শিয়াওতেকের টানা ৩৭ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদ পড়ল। তার আগের হার ছিল গত ফেব্রুয়ারিতে, ইয়েলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে। তারপর থেকেই দুর্বার গতিতে ছুটছিলেন তিনি।

গত মাসের শুরুতে ফরাসি ওপেনসহ জেতেন টানা ছয়টি শিরোপা। ফেভারিট হিসেবে শুরু করেন উইম্বলডন। প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতে ছাড়িয়ে যান মেয়েদের এককে ভেনাস উইলিয়ামসের সবচেয়ে বেশি টানা ৩৫ জয়ের রেকর্ড। ফ্রান্সের কহনের চমকে যাত্রাটা আর বেশি দীর্ঘ হলো না শিয়াওতেকের।
তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গত ফরাসি ওপেনের রানার্সআপ যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফও। তাকে হারিয়ে প্রথমবার চতুর্থ রাউন্ডে উঠেছেন স্বদেশি অ্যামান্ডা অ্যানিসিমোভা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement