১৯ এপ্রিল, ২০২৪, শুক্রবার

টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Advertisement

আসন্ন ঈদ ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ছয়দিন। আগামী ৭ মে থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

আজ ২৫ এপ্রিল সকালে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সঙ্গে চাঁদ দেখা সাপেক্ষে দুই অথবা তিন মে ঈদুল ফিতর। এ কারণে আগামী ১ থেকে ৫ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ মে শুক্রবার থাকায় এমনিতেই কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের সকল পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement