২০ এপ্রিল, ২০২৪, শনিবার

টুইটার কেনার পরিকল্পনা স্থগিত

Advertisement

টেক বিলিওনেয়ার ইলন মাস্ক সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম টুইটার ৪,৪০০ কোটি ডলারে কিনে নেয়ার এক পরিকল্পনা স্থগিত করেছেন।

১৩ মে শুক্রবার  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মোট টুইটার ব্যবহারকারীদের মধ্যে ফেক বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা শতকরা পাঁচ শতাংশের নিচে কিনা, ইলন মাস্ক এখন সেই তথ্যের জন্য অপেক্ষা করছেন।

মোট টুইটার ব্যবহারকারীদের মধ্যে ফেক বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা “শতকরা পাঁচ শতাংশের নীচে” কিনা, তিনি এখন সেই তথ্যের জন্য অপেক্ষা করছেন বলে তিনি জানিয়েছেন। এই ঘোষণার পর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার আগেই টুইটারের দাম ২৫% পড়ে গেছে। গত দুই সপ্তাহ আগে টুইটার জানিয়েছিল চলতি বছরের প্রথম তিন মাসে ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীদের শতকরা পাঁচ ভাগেরও কম। ইলন মাস্ক এখন সেই তথ্য যাচাই করে দেখছেন।

চুক্তির শর্ত অনুযায়ী, এই বিক্রি শেষ পর্যন্ত না ঘটলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ১০০ কোটি ডলার দেবে টুইটার। ইলন মাস্ক টু‌ইটার থেকে সব ফেক কিংবা স্প্যাম অ্যাকাউন্ট দূর করতে চান। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement