২৯ মার্চ, ২০২৪, শুক্রবার

টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল কিউইরা

Advertisement

স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছিল। তাই কুইন্সটাউনে আজকের তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণীতে। সে ম্যাচে শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড। ফলে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিল কিউইরা।

আজ নিউজিল্যান্ড জয় পেয়েছে ৪ উইকেটে। লঙ্কানদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ১ বল হাতে রেখে পৌঁছে তারা। নিউজিল্যান্ডের ইনিংসটি ছিল মূলত ‘সেইফার্ট শো’। ৪৮ বলে ৩ ছক্কা ও ১০ চারে ৮৮ রানের ইনিংস খেলেন সেইফার্ট। দলীয় ১৫৪ রানে সাজঘরে ফেরেন তিনি, তখন জয়ের জন্য কিউইদের দরকার ছিল ২৩ বলে ২৯।

সেইফার্টের বিদায়ের পর মার্ক চ্যাপম্যান (১৬), জেমি নিশাম (০) ও ড্যারিল মিচেল (১৫) আউট হয়ে চাপে ফেলে দলকে। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছতে সমর্থ হয় নিউজিল্যান্ড।

এর আগে কুশল মেন্ডিসের ৪৮ বলে ৭৩, কুশল পেরেরার ২১ বলে ৩৩ ও পাথুম নিসাঙ্কার ২৫ বলে ২৫ রানের কল্যাণে ২০ ওভারে ১৮২ রানের স্কোর পায় শ্রীলঙ্কা। কিউইদের পক্ষে বেন লিস্টার ২টি উইকেট পান। ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও উঠেছে টিম সেইফার্টের হাতে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement