২৪ এপ্রিল, ২০২৪, বুধবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন : সভাপতি মিঠু, সম্পাদক হাসিব

Advertisement

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। এক ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার নির্বাচনে ১ হাজার ৩২৬ জন সদস্য ভোট প্রদান করেছেন।‌

সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

৪৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হওয়া নজরুল ইসলাম মিঠুর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট। এছাড়া সভাপতি পদ প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ জন প্রার্থীর মধ্যে সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ২৫৩ ভোট, কবির আহমেদ খান ২৩৬ ভোট এবং সৈয়দ শুকুর আলী শুভ ১৯৯ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে সর্বাধিক ৩৮৩ ভোট পেয়েছেন ওসমান গনি বাবুল। রাশেদুল হক‌ পেয়েছেন ৩৫৮ ভোট, আতিকুর রহমান ৩০০ ভোট, আবুল বাশার নুরু পেয়েছেন ২৯৪ ভোট।

এবার ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক, দি ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের।

সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে সর্বাধিক ৫০০ ভোট পেয়েছেন নূরুল ইসলাম হাসিব। মসিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট, তোফাজ্জল হোসেন ২৩১ ভোট, মো. মঈন উদ্দিন খান ২২৭ ভোট এবং জামিউল আহসান সিপু ১৪৮ ভোট পেয়েছেন।

গতকাল সোমবার (২৯ নভেম্বর) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement