১৯ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

ডিএসইর টেকনোলজির কারণে পুঁজিবাজারে অস্বস্তি

Advertisement

ঢাকা স্টক এক্সচেঞ্জের টেকনোলজির কারণে পুঁজিবাজারে কিছুটা অস্বস্তি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া।

(১৭ জুলাই) রোববার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

তারেক আমিন ভূঁইয়া বলেন, ডিএসইর টেকনোলজির কারণে বাজারে কিছুটা অস্বস্তি আছে। তবে আমরা আশা করছি এই সমস্যা দ্রুত কেটে যাবে।

তিনি বলেন, মিউচুয়াল ফান্ডকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত করা হবে। আশা করছি, আগামী সেপ্টেম্বরের মধ্যে এটিবি চালু হয়ে যাবে। বর্তমানে ৮১টির মতো ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড আছে। সেপ্টেম্বরের শেষের দিকে আমরা এগুলোকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে নিয়ে আসতে পারব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।

আরও উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আনিসুজ জামান চৌধুরী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী এবং এমডি মীর আরিফুল ইসলাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement