২৬ এপ্রিল, ২০২৪, শুক্রবার

ডিজিটাল আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মামুন

Advertisement

ঢাকার কোতোয়ালি থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন অব্যাহতি দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।

(১২ সেপ্টেম্বর) সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আদালতে হাসান আল মামুনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত বছরের ৫ অক্টোবর ঢাকার কোতোয়ালি থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেন আদালত। এ মামলায় পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

অব্যাহতিপ্রাপ্ত অপর চারজন হলেন- ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও নাজমুল হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকি।

পিবিআইর প্রতিবেদনে বলা হয়, তদন্তে নুরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের এক শিক্ষার্থী হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। ধর্ষণের সহায়তাকারী হিসেবে নুরকেও আসামি করেছিলেন তিনি।

মামলার তদন্ত শেষে পিবিআই শুধুমাত্র হাসান আল মামুনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেয়। মামলার এজাহারের বাকি পাঁচ আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়। এ মামলা আজ হাসান আল মামুনকে অব্যাহতি দিলেন সাইবার ট্রাইবার ট্রাইব্যুনাল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement