২০ এপ্রিল, ২০২৪, শনিবার

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫১৫ রোগী হাসপাতালে, মৃত্যু ৩

Advertisement

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৩১ জন।

এদিকে ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৩৭ জনের।

(২২ নভেম্বর) মঙ্গলবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯৮৮ জন।

এ বছরের (১ জানুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ হাজার ৪৬০ জন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement