২০ এপ্রিল, ২০২৪, শনিবার

তবু এটাই ফলাফলের দিক থেকে বাংলাদেশের সেরা সাফল্য : সাকিব

Advertisement

টি-২০ বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ অ্যাডিলেডে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে আরও একবার বিশ্বকাপের সুপার টুয়েলভেই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। অবশ্য ম্যাচ হারলেও দলের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ শেষে জানালেন, এটাই ফলাফলের দিক থেকে টি-২০ বিশ্বকাপে দলের সেরা পারফরম্যান্স।

সাকিব বলেন, ‘হাফওয়ে স্টেজে আমরা ৭০/১ ছিলাম। এরপর ১৪৫-১৫০ এর কাছাকাছি যেতে চেয়েছিলাম। এই পিচে খুবই যৌক্তিক স্কোর হতো। জানতাম নতুন ব্যাটারদের জন্য এটা কঠিন হবে তাই সেট ব্যাটারদের শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম আমরা, যা হয়নি। ফলাফলের দিক থেকে, টি-২০ বিশ্বকাপে আমাদের সেরা পারফরম্যান্স। আরও ভালো করতে পারতাম।’

সাকিব জানালেন, যা সামর্থ্য ছিল, তা অনুযায়ী সেরা পারফর্ম্যান্স এটা। বললেন, ‘নতুন ছেলেরা দলে এসেছে। এছাড়াও আরও অনেক পরিবর্তন এসেছে। যার ফলে আমাদের যা সামর্থ্য ছিল, তাতে সর্বোচ্চ এটাই অর্জন করতে পারতাম আমরা।’

বিশ্বকাপ জুড়ে অধিনায়ক সাকিব নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে ছিলেন একেবারেই ছন্দহীন। ৫ ম্যাচ খেলে করেছেন মোটে ৪৪ রান। বল হাতে যদিও মোটামুটি ভালো করেছেন।
নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘আমার নিজের পারফরম্যান্স নিয়ে বললে, আমি আরও ভাল করতে পারতাম। যতক্ষণ আমি ফিট এবং পারফর্ম করছি, আমি খেলতে চাই।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement